হোম > সারা দেশ > নাটোর

রাজশাহী সিটি কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

নাটোরে রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রী সানজিদা আক্তার বিনাকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর শাখা। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, মহানগর শাখার অর্থ সম্পাদক মুনিম ইসলাম, সদস্য মো. শামীম প্রমুখ। 

এ সময় তাঁরা শিক্ষার্থী সানজিদার ওপর অ্যাসিড সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা অ্যাসিড নিক্ষেপকারী বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে অ্যাসিড সন্ত্রাস থামবে না বলে তাঁরা উল্লেখ করে। 

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় নাটোর সদরের দত্তপাড়ায় সানজিদা আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটে। ঘটনার পর সানজিদাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সানজিদা রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল