হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সাত বছরের শিশু শুভ হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। নিহত শুভ কালাই কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জয়পুরহাট আদালতের কোট পরিদর্শক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুল গফুর তোতার ৭ বছরের ছেলে শুভ নিজ বাড়ির অদূরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেখান থেকেই এক সময় সে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।

একপর্যায়ে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশু শুভর মাকে কল দিয়ে জানানো হয় যে, শুভকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল গফুর তোতা ওই নম্বরটি কালাই থানাকে জানায়। পর দিন ৪ মার্চ বিকেলে আব্দুল গফুর তোতার বাড়ির নিকটবর্তী একটি খড়ের গাদার ভেতর শুভর মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। এ খবর পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ওই দিনই শুভর বাবা আব্দুল গফুর তোতা বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ ওই মোবাইল নম্বরের কল লিস্টের সূত্র ধরে আসামি রেজাউল করিম ফকিরকে গ্রেপ্তার করেন। কালাই থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক সাইদুর রহমান ২০১৭ সালের ২৭ এপ্রিল রেজাউল করিম ফকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর আসামি রেজাউল করিম ফকিরকে আদালত থেকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন এটিএম মিজানুর রহমান।

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা