নওগাঁর রাণীনগরে মাছ ধরার সময় নদীতে ডুবে আনছার আলী (৬৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ছোট যমুনা নদীর তারাপালের দহ এলাকায় এ ঘটনা ঘটে।
জেলে আনছার আলী রাণীনগর উপজেলার পাশের নওগাঁ সদর উপজেলার দড়িয়াপুর মৎস্যজীবী পাড়া গ্রামের মৃত মোহর আলী প্রামানিকের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, এদিন সকালে আনছার ও তার ছেলে জাল দিয়ে ছোট যমুনা নদীর আতাইকুলা তারাপালের দহ এলাকায় জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আনছার নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। পরে আরও লোকজন মিলে খোঁজাখুঁজি করে আনছারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
তিনি আরও জানান, আনছার মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ কারণেই মারা মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।