পাবনার চাটমোহরে ট্রাকচাপায় উর্মী খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি কাঁধে স্কুলব্যাগ নিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে গ্রামের রাস্তায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে শিশু উর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন জানান, এ দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। ট্রাকটি ঘটনাস্থলেই আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।