বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে এক প্রার্থীকে ভোট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই ভোটারের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিক আহসান হাবিব থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৮ জন। নির্বাচনে শ্যামগাতি গ্রামের সোলাইমান আলীর ছেলে আমিনুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন পরবর্তী শ্যামগাতী গ্রামে সামাজিক বৈঠক হয়। ওই বৈঠকে শ্যামগাতী গ্রামের কানু শেখের ছেলে মাছ চাষি আহসান হাবিব উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে ভোট না দেওয়াকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুলের সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালের দিকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ও তাঁর লোকজন আহসান হাবিব ও আনোয়ার হোসেনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলের দিকে আহসান হাবিব বাদী হয়ে ওই পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, গ্রাম্য বৈঠকে আহসান হাবিবের সঙ্গে ভোটের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, বিষ প্রয়োগে পুকুরে মাছ মেরে ক্ষতির অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।