হোম > সারা দেশ > নওগাঁ

ঋণ পরিশোধ করেও খেলাপির অভিযোগে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আনোয়ার হোসেন নামে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার মো. সেজারুদ্দিন এ সিদ্ধান্ত জানান। তবে, এই আদেশ প্রত্যাহার করে, মনোনয়নপত্র ফিরে পেতে সেজারুদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন। 

জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। 

মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তবুও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি হতাশাজনক। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তাঁরা হাতে পাননি। আমার প্রতি অবিচার করা হয়েছে। মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব। 
 
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর টাকা পরিশোধের তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগে আমরা পাইনি। তবে, তাঁদের আপিলে বৈধতা থাকলে তাঁরা আবার মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন। 

তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাবেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল