হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

নীলফামারী প্রতিনিধি

সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস মামলা করে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় ২০১৮ সালের ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের দায়ে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস আজ রোববার নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি পাইপস অ্যান্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ, ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই পণ্যের ফ্যাক্টরি। এগুলো হচ্ছে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর মেসার্স সোহান পিভিসি পাইপস, নীলফামারী সদরের নটখানার মেসার্স এম আর একতা পাইপ, সওদাগরপাড়ার মেসার্স জনতা পিভিসি পাইপ ও পুরোনো গরুহাটির মেসার্স নকীব পিভিসি পাইপ, জলঢাকা উপজেলার কৈমারী সড়কের মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। অন্য দুটি বেকারি প্রতিষ্ঠানের মধ্যে জলঢাকার বড়ঘাট বাজারের মেসার্স কল্পনা বেকারি ও একই এলাকার মেসার্স ভাই-বোন বেকারি।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মুবিন-উল ইসলাম জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো পণ্যে বা বিজ্ঞাপনে বা মোড়কে মান চিহ্ন ব্যবহার করতে পারবে না। কিন্তু এসব প্রতিষ্ঠান সে কাজটি করায় আদালতে মামলা করা হয়েছে।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা