হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

নীলফামারী প্রতিনিধি

সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস মামলা করে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় ২০১৮ সালের ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের দায়ে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস আজ রোববার নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি পাইপস অ্যান্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ, ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই পণ্যের ফ্যাক্টরি। এগুলো হচ্ছে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর মেসার্স সোহান পিভিসি পাইপস, নীলফামারী সদরের নটখানার মেসার্স এম আর একতা পাইপ, সওদাগরপাড়ার মেসার্স জনতা পিভিসি পাইপ ও পুরোনো গরুহাটির মেসার্স নকীব পিভিসি পাইপ, জলঢাকা উপজেলার কৈমারী সড়কের মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। অন্য দুটি বেকারি প্রতিষ্ঠানের মধ্যে জলঢাকার বড়ঘাট বাজারের মেসার্স কল্পনা বেকারি ও একই এলাকার মেসার্স ভাই-বোন বেকারি।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মুবিন-উল ইসলাম জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো পণ্যে বা বিজ্ঞাপনে বা মোড়কে মান চিহ্ন ব্যবহার করতে পারবে না। কিন্তু এসব প্রতিষ্ঠান সে কাজটি করায় আদালতে মামলা করা হয়েছে।

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত