হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজের পরদিন শীতলক্ষ্যায় ভেসে উঠল দুই শিশুর লাশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে নদীর পূর্ব প্রান্তে বন্দর ময়মনসিংহ পট্টি এলাকার মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা। পরিবার ও স্থানীয়দের ধারণা—নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে তাদের।

গতকাল রোববার থেকে ওই শিশুরা নিখোঁজ ছিল। শিশু দুজন হলো—বন্দর থানার কাজীবাড়ি এলাকার বাবুল কাজীর ছেলে বিল্লাল (৮) ও একই এলাকার আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল (৭)।

স্থানীয়রা বলছে, গতকাল রোববার থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোথাও পাওয়া যায়নি। সকালে শীতলক্ষ্যার তীরে দুজনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে।

বন্দর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল্লাহ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ও নৌ-পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করি। পরিবারের ভাষ্য, ছেলে দুজন একসঙ্গেই খেলাধুলা করত। সম্ভবত গোসল করতে গিয়েই তারা ডুবে মারা গেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। নৌ-পুলিশ পরে বন্দর থানার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ দুই শিশুর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার