হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানায় সেবা বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সেবা নিতে আসা জনসাধারণকে থানার ভেতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার সকল সেবা বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক সাংসদ পুত্র গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেপ্তারের পর থেকে থানায় জনসাধারণকে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটি বিশেষ মহল ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সময় থানা প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন থানা গেটের দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আকছার। 

থানায় সাধারণ মানুষকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, 'ওসি স্যারের নির্দেশ রয়েছে।' 

থানায় সেবা নিতে আসা আদমজী ইপিজেডের কর্মী ফেরদৌসী বলেন, 'থানায় আসলাম সমস্যা সমাধানের জন্য। কিন্তু কতক্ষণ ধরে দাঁড়াইয়া রইছি। কেউ ঢুকতে দেয় না। গেইটের সামনে থাকা পুলিশ ধমক দিয়া কয় যাইতে গা। আমার পারিবারিক সমস্যা নিয়ে ভুগতাছি। এখন সমাধান না হইলে কি করমু? ' 

এদিকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আসা এক যুবক বলেন, 'কয়েক দিনের মধ্যে বিদেশে যেতে হবে। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আটকে আছি। আজকে থানায় এসে দেখি থানা বন্ধ। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কি করব বুঝতাছি না।' 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (সার্কেল-ক) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল