ঋণের জালে জড়িয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বাড়ির পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত ব্যক্তির নাম মিল্টন বিশ্বাস (৪১)। তিনি ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাসিন্দা।
মৃতের স্ত্রী আরতি রানী বলেন, ‘আমার স্বামী সামান্য বেতনে টুকটাক কাজ করতেন। সংসারের খরচ চালাতে গিয়ে বেশ কিছু টাকা ঋণ করে। টাকা পরিশোধের চাপ শুরু হওয়ার পর দিশেহারা হয়ে পড়েন। রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমাই। ভোরে ঘুম ভেঙে দেখি সে ঘরে নেই। খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে দেখি আমগাছের ডালে আমার ওড়নায় ফাঁস নেওয়া মরদেহ ঝুলছে।’
ফতুল্লা থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, ‘ঋণগ্রস্ত ও হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিকেলে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।’