হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইভীর গাড়িও নেই, বাড়িও নেই 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা দুই বারের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নিজের নামে নেই কোনো গাড়ি ও বাড়ি। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের হলফনামায় এমনই তথ্য দিয়েছেন আইভী। 

নির্বাচনের হলফনামায় আইভীর একমাত্র আয়ের উৎস হিসেবে সরকারিভাবে মেয়র হিসেবে যা সম্মানী পান তাই দেখানো হয়েছে। 

 নির্বাচনী হলফনামায় জানানো হয়, আইভী পেশায় একজন চিকিৎসক। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই এবং অতীতেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আইভীর বর্তমানে নগদ টাকা রয়েছে এক লাখ ৬৬ হাজার ৪০১ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা আছে ২৩ লাখ ৮২ হাজার টাকা। যদিও ২০১৬ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১৫ লাখ ২১ হাজার ৪৭১ টাকা। বর্তমানে স্বর্ণ ও অলংকার রয়েছে মাত্র ৩০ হাজার টাকা মূল্যের। কোনো দায় দেনা ও ব্যাংক লোন নেই তাঁর নামে। তার ওপর নির্ভরশীলদেরও আয়, সম্পদ ও দায় নেই। সিটি মেয়র হিসেবে তিনি বছরে ১৯ লাখ ৩৮ হাজার টাকা সম্মানী পেয়ে থাকেন। 

 এদিকে ২০১১ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করা আইভীর সম্পদ গত নির্বাচনের চাইতে কমেছে। ২০১৬ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের হলফনামায় তাঁর হাতে নগদ টাকা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা। এবার নগদ টাকার পরিমাণ এক লাখ ৬৬ হাজার ৪০১ টাকা। গত নির্বাচনের সময় তার স্বর্ণ ও অলংকার ছিল ২ লাখ ৬০ হাজার টাকার। ইলেকট্রনিক সামগ্রী দুই লাখ টাকার। আসবাবপত্র ১ লাখ ৯৩ হাজার টাকার। যৌথ মালিকানার ১২ শতাংশ অকৃষিজমির ৮ ভাগের ১ ভাগের মালিকও ছিলেন তিনি। তবে ২০২২ সালের নির্বাচনী হলফনামায় ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, কৃষি ও অকৃষিজমির স্থলে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করেছেন। 

এই বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, আমার নামে যেই জায়গা ছিল তা সাফ-কবলা করে দিয়েছি। আমার নামে বাড়ি বা গাড়ি নেই। আমি যেই বাড়িতে থাকি তা আমার বাবার সম্পত্তি। সেই বাড়ি আমার দুই ভাইয়ের নামে রয়েছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত