হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৩১ অক্টোবরের একটি মামলায় আজ (সোমবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনপির একটি সূত্র জানায়, বিভিন্ন মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া দলের নেতা–কর্মীদের পক্ষে শুনানি করছিলেন প্রবীণ এই আইনজীবী। আজ সোমবার শুনানি শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট জাকির সাহেবের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, ওয়ারেন্ট ছিল না। তারপরেও তাকে টার্গেট করে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ দুপুরে আদালতের কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা–কর্মীদের পক্ষে আইনি লড়াই চালাচ্ছিলেন তিনি। সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮