হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শোডাউন করে নিজের অস্তিত্বের জানান দিলেন তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কোভিড ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় প্রচারণা শেষ হওয়ার একদিন পূর্বেই সর্বশেষ শোডাউন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবারের শোডাউন বুধবার নির্ধারণ করে স্বল্প সময়েই বিশাল শোডাউন আয়োজন করেছেন তিনি। বিএনপির হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে নিজের অস্তিত্বের জানান দেন তৈমূর। 

আজ বুধবার সকাল থেকেই তৈমূরের নেতা কর্মী ও অনুসারীরা শহরের খানপুর হাসপাতালের সামনের সড়কে জড়ো হন। পথে পথে তৈমূরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন অনুসারীরা। তৈমূরও হাত উঁচিয়ে বাসিন্দাদের কাছে ভোট চান। এ সময় বাদ যায়নি রিকশা চালক, ভ্যান চালক থেকে শুরু করে ফুটপাতের হকাররাও। শোডাউনটি খানপুর, মিশনপাড়া হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
শোডাউনের মাঝে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, পুলিশ নৌকার পক্ষের কোন লোকজনকে হয়রানি করেনি। যা করেছে তা বিএনপির নেতাকর্মীদের করেছে। সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করেছে। আমার লোকজনের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। তারপরেও যদি তিনি (আইভী) বলেন আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন।
 
তৈমূর আরও বলেন, নারায়ণগঞ্জের সচেতন জনগণ আঠারো বছরের ক্ষোভ থেকে অবসান চান। আমি আশা করব এই নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে কাজ করবে। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোন ইঞ্জিনিয়ারিং যেন না হয় সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
 
তৈমূর বলেন, আমি তিন সেট করে পোলিং এজেন্ট ঠিক করে রেখেছি। একজনকে বের করে দেওয়া হলে আরেকজন কাজ করবে। প্রতিটি কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। তারা সেখানে কেন্দ্র রক্ষা করবে। আমাদের চিফ এজেন্ট এটিএম কামাল নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহাড়ায় থাকবে। 

এদিকে তৈমূরের এই শোডাউনে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এসএম আকরাম উপস্থিত ছিলেন। চমক হিসেবে আবির্ভূত হন দেশের প্রখ্যাত সংগীত শিল্পী আসিফ আকবর। তিনিও তৈমূরের পক্ষে প্রচারণা করে মানুষের কাছে ভোট চান।
 
সাবেক সাংসদ এসএম আকরাম বলেন, এই নগরীর মানুষ পরিবর্তন চায় এটাই সত্য। তৈমূর আলম বিজয়ী হতে পারলে এই নগরে আরও উন্নয়ন হবে। সে জন্য নগরবাসীকেই যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।
 
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ২০১১ সালে নির্বাচনে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তৈমূর আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। তার সেই ত্যাগের কথা, তাঁর চোখের অশ্রু নারায়ণগঞ্জ বিএনপির নেতা কর্মীরা ভুলে যায়নি। এবার জয় ছিনিয়ে এনে নিজেদের প্রমাণ করতে হবে। 

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮