ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও কৃষক দল। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থক ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল এই মিছিল বের করে। এ সময় অন্তত ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টি এইচ তোফাসহ বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মাদানীনগর এলাকায় টায়ারে অগ্নিসংযোগ ও পিকেটিং করেন। সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতা-কর্মীরা টায়ার পুড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় অবরোধ করেন। সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতা-কর্মীরা তিনটি বাস ভাঙচুর করেন। এ সময় ১০-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সময় চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।