হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এবার ফতুল্লার ফ্ল্যাটে বিস্ফোরণ, মা ও শিশু দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সায়েন্স ল্যাব, গুলিস্তান এলাকায় ভবনে বিস্ফোরণের পর এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তসত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হয়েছেন। 

আজ রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের পরপরই এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় আশপাশের অনেকেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তখন ফায়ার সার্ভিস এসে ওই ফ্ল্যাট থেকে গৃহবধূ কুলসুম আক্তার ও তাঁর শিশু পুত্র খালিদকে (৩) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। 

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই অন্তঃসত্ত্বা নারীর পিঠে ও শিশুটার মুখে দগ্ধ হয়েছে। জরুরি বিভাগের অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, একটি বিস্ফোরণ থেকে ৬তলার বাসায় আগুন লেগেছে। তাদের বাসায় গ্যাস সিলিন্ডার ও বিস্ফোরণ হওয়ার মতো কোনো কিছু ছিল না। বিস্ফোরণে বাসার জানালা ও লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বিস্ফোরণের বিষয় তদন্ত করে বলতে হবে। তবে ওই ফ্ল্যাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা