হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মসজিদ থেকে ফেরার পথে হত্যা, তিন আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানোয়ার হোসেন হত্যার ঘটনায় ১২ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। এর মধ্যে ২০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা। 

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন আদালত। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’ 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আলুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সানোয়ার হোসেন। এ সময় আসামিরা পূর্ব শত্রুতার জেরে সানোয়ারের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

রহিম আরও বলেন, ‘ঘটনার পর সানোয়ারের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট।’

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা