হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইউপি নির্বাচন: ইভিএমের মাধ্যমে কারচুপির সুযোগ নেই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ইভিএমে ভোট প্রদানের কারণে নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাসিক ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজি ওমর ফারুক। আজ বৃহস্পতিবার নাসিকের নির্বাচন ও নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনার সময় এ কথা জানান তিনি। 

কাউন্সিলর বলেন, ‘আমি এমন একটি ওয়ার্ড চাই, যেখানে প্রত্যেকে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। আমার ওয়ার্ডে কোনো ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী-চাঁদাবাজ থাকবে না।’ 

কাউন্সিলর আরও বলেন, ‘আমি গত পাঁচ বছরে প্রায় ১০৮ কোটি ৫৬ লাখ টাকার উন্নয়নের কাজ করেছি। আমি আমার মেয়াদে ড্রেন, কালভার্ট, ল্যাম্পপোস্ট, পয়োনিষ্কাশনের ব্যাপক উন্নয়ন করেছি। আমার ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটে ছেলেদের আড্ডা-ইভটিজিং আমি শক্ত হাতে দমন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নাসিক নির্বাচন শতভাগ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে এ প্রত্যাশাই করি। তবে কিছু ভোটার ঠিকমতো ভোট প্রদান করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত।’ 

নির্বাচনে তাঁর জয়ের ব্যাপারে বলেন, ‘আমি গত পাঁচ বছর নিজের সর্বোচ্চটুকু দিয়ে জনগণের সেবা করেছি।’ করোনার সময়ে আমি জনগণের পাশে থেকে কাজ করেছিলাম। তাই আমার জয় সুনিশ্চিত।

উল্লেখ্য, এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭ টি। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। 

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার