হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারে হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসা. জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, নাসিক ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার কমুর উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৪) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসে হুমকি দিচ্ছিলেন তাঁদের। একপর্যায়ে বুধবার সকালে বাদীর বাড়িতে হামলা করেন তিনি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

হামলার শিকার হওয়ায় বাদী মোসা. জাহানারা বেগম বলেন, ‘২০২০ সালে আমার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তাঁর ভাই আলী হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। প্রায় দুই বছর জেল খেটে সেপ্টেম্বরে জামিনে বের হন। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। মামলা না তোলায় আমার পরিবারের ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান (পিপিএম বার) জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮