হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারে হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসা. জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, নাসিক ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার কমুর উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৪) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসে হুমকি দিচ্ছিলেন তাঁদের। একপর্যায়ে বুধবার সকালে বাদীর বাড়িতে হামলা করেন তিনি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

হামলার শিকার হওয়ায় বাদী মোসা. জাহানারা বেগম বলেন, ‘২০২০ সালে আমার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তাঁর ভাই আলী হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। প্রায় দুই বছর জেল খেটে সেপ্টেম্বরে জামিনে বের হন। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। মামলা না তোলায় আমার পরিবারের ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান (পিপিএম বার) জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ