হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারে হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসা. জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, নাসিক ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার কমুর উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৪) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসে হুমকি দিচ্ছিলেন তাঁদের। একপর্যায়ে বুধবার সকালে বাদীর বাড়িতে হামলা করেন তিনি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

হামলার শিকার হওয়ায় বাদী মোসা. জাহানারা বেগম বলেন, ‘২০২০ সালে আমার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তাঁর ভাই আলী হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। প্রায় দুই বছর জেল খেটে সেপ্টেম্বরে জামিনে বের হন। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। মামলা না তোলায় আমার পরিবারের ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান (পিপিএম বার) জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২