হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে আওয়ামী লীগের অবরোধবিরোধী শোডাউন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে শোডাউন করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অবরোধের তৃতীয় দিনে ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া ও অবস্থান করেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বাণ্টি বাজার থেকে বাগবাড়ি পর্যন্ত কয়েক শ নেতা-কর্মী শোডাউন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নির্দেশে এই শোডাউন হয়।

শোডাউন শেষে মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের নেতা অদুদ মাহমুদ বলেন, যেভাবে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে তা ন্যক্কারজনক। এভাবে হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদের আর আড়াইহাজারে সন্ত্রাসীপনা করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন দুপ্তারা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রোমান, সাংস্কৃতিক সম্পাদক সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগর সভাপতি শফিকুল ইসলাম শরিফ, সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ।

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার