হোম > সারা দেশ > ঢাকা

পূর্বাচলে রক্তাক্ত লাশের পাশে পড়ে ছিল ছোরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল একটি ছোরা।

আজ শনিবার দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আট নম্বর প্লট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নয়ন (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার মৃত আবু সাঈদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী জানান, সকালে পূর্বাচলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত ব্যক্তির দেহে ছুরির বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তাঁকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের কিছুটা দূর থেকে রক্তমাখা ছোরা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা