হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বুয়েটছাত্র ফারদিনের মাথা ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন: চিকিৎসক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে হত্যা করা হয়েছে—এমনটাই ধারণা করছেন চিকিৎসকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ময়নাতদন্ত শেষে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ। 

তিনি বলেন, ‘বুয়েটের ছাত্র ফারদিনের মাথার বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর বুকের ভেতরেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, তাঁকে হত্যা করা হয়েছে। দ্রুতই ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত করা হবে।’ 

এর আগে গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাটসংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ফারদিনের এক বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন। 

গত ৪ নভেম্বর দুপুরে ডেমরার কোনাপাড়া এলাকার বাসা থেকে বুয়েটের আবাসিক হলের উদ্দেশে বের হন ফারদিন। ৫ নভেম্বর তাঁর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি পরীক্ষায় অংশ নেননি এবং বাড়িতেও ফেরেননি। এ ঘটনায় ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন। 

ঘটনার তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফারদিনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার নয়ামাটি দেউলপাড়া এলাকায়।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০