হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্য গ্রহণ 

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ঝর্না আক্তারের ছেলেসহ তিনজন। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। 

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ম দফায় তাঁকে আদালতে হাজির করা হয়। মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য পাঁচজনকে সমন পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে মামলার বাদী কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নার ছেলে চার্জশিটে ৩১ নম্বর সাক্ষী আব্দুর রহমানসহ আরও দুজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন স্থানীয় সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ ও নুর নবী। 

মামলায় সবশেষ গত ২৫ এপ্রিল সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে ২০২১ সালের ২৪ নভেম্বর প্রথম দফায় আসামির উপস্থিতিতে বাদী জান্নাত আরা ঝর্নার সাক্ষ্য নেন আদালত। একই সঙ্গে ওই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত। মামলায় এখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 

আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন গণমাধ্যমকে বলেন, মামুনুল হকের বিরুদ্ধে মামলার বাদী জান্নাত আরা ঝর্নার ছেলে আব্দুর রহমান, পুলিশ সদস্যসহ পাঁচজনের সাক্ষ্য দেওয়ার কথা। সে জন্য তাঁকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীসহ মামুনুল হককে ঘেরাও করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে হেফাজতের নেতা-কর্মীরা এসে রিসোর্ট ভাঙচুর এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে এ ঘটনায় (৩০ এপ্রিল) সোনারগাঁ থানায় তাঁর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্না। তবে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত