হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও এক শ্রমিক। 

আজ সোমবার সকাল ৭টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামের অ্যালুমিনিয়াম কারখানায় এই ঘটনা ঘটে। এতে দুজন শ্রমিক দগ্ধ হলে তাঁদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার ম্যানেজার জালাল উদ্দিন বলেন, গত রোববার দিনভর গ্যাস ছিল না কারখানায়। সকালে গ্যাস আসার পর কারখানার অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকেরা কাজে এসে বিষয়টি বুঝতে পারেনি। তাঁরা ভাট্টিতে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। এ সময় মোখলেস ও রিপন ফকির দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান। রিপন ফকির এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা দুজনই মূলত ভাট্টিতে আগুন ধরানোর কাজ করছিলেন। গ্যাসের উপস্থিতি বুঝতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে। 

বিস্ফোরণের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। তদন্তের পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ