হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও এক শ্রমিক। 

আজ সোমবার সকাল ৭টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামের অ্যালুমিনিয়াম কারখানায় এই ঘটনা ঘটে। এতে দুজন শ্রমিক দগ্ধ হলে তাঁদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার ম্যানেজার জালাল উদ্দিন বলেন, গত রোববার দিনভর গ্যাস ছিল না কারখানায়। সকালে গ্যাস আসার পর কারখানার অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকেরা কাজে এসে বিষয়টি বুঝতে পারেনি। তাঁরা ভাট্টিতে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। এ সময় মোখলেস ও রিপন ফকির দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান। রিপন ফকির এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা দুজনই মূলত ভাট্টিতে আগুন ধরানোর কাজ করছিলেন। গ্যাসের উপস্থিতি বুঝতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে। 

বিস্ফোরণের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। তদন্তের পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮