ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গতকাল থেকে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়। তারা ঈদের ৩ দিন পর পর্যন্ত মহাসড়কেই মোতায়েন থাকবে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন এবং কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ৩টি শিফটে ভাগ হয়ে কাজ করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছে। মহাসড়কের যেকোনো স্থানে যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। খুব দ্রুত একস্থান থেকে আরেকস্থানে যেতে বাসচালকদের বাধ্য করছেন তারা।
কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৬টি মোবাইল টিম,৩টি হোন্ডা টিম, ১টি অ্যাম্বুলেন্স টিম থাকবে।
তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বাভাবিক হবে। আমরা ঘরমুখো মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’