হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, করোনার অজুহাতে দীর্ঘ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত দেশের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শুধু তাই নয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, 'রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান। গণপরিবহন, অফিস-আদালত, কারখানা-গার্মেন্টস, হোটেল-রেস্তোরাঁ কি খোলা নেই বাংলাদেশে! করোনার কি খাবার, পোশাক আর পরিবহন এর প্রয়োজন পড়ে না? করোনা কি শুধু শিক্ষিত হতে চায়! শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা যদি হয় অটোপাস তবে জাতি হবে মেধাশূন্য।'

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি এইচ এম শাহিন আদনান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. খালেদ সাইফুল্লাহ সানভীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. বিল্লাল হোসেন।

এ ছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল ফারুক, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহসভাপতি মো. হাশিম আমলা, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মো. আমির হামজা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মো. যুবায়ের মাদানি ও ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮