হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়। এ নিয়ে তিন দফা রিমান্ডে সাবেক এই মন্ত্রী। 

আজ বুধবার বিকেলে সাবেক এই মন্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। 

মামলায় বাদীপক্ষের আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে যুবক পারভেজ হোসেন (২৩) নিহত হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা মনে করি রিমান্ডের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’ 

জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানায় দায়ের করা রোমান মিয়া হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে ১ সেপ্টেম্বর আড়াইহাজার থানায় দায়ের করা দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮