হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হাসপাতালেই প্রেমিক–প্রেমিকার বিয়ে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অসুস্থতার অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। প্রেমিককে বিয়ে করার জন্য অসুস্থতার ভান (বুকে ব্যথা) করে হাসপাতালে চিকিৎসা নিতে যান খাদিজা (১৮)। অতঃপর ঘটনাপ্রবাহে হাসপাতালেই তাদের বিয়ে হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের মা হাসপাতালে তাঁদের বিয়ে হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বুকে ব্যথা নিয়ে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার মো. ইউসুফের মেয়ে খাদিজা (১৮) স্থানীয় মা হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। সঙ্গে ছিলেন তাঁর মা-বাবা। 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহফুজের সন্দেহ হয় খাদিজাকে দেখে। তিনি খাদিজার অভিনয়ের বিষয়টি বুঝতে পারলে তাঁর বাবা-মাকে চেম্বার থেকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠান। 

পরে চিকিৎসক খাদিজার কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে খাদিজা বলেন, 'আমি ওয়ালীউল্লাহ নামে একজনকে ভালোবাসি। তবে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করায় আমাকে অসুস্থতার অভিনয় করতে হয়েছে।' 

এরপর চিকিৎসক খাদিজার প্রেমিককে ফোন করে খাদিজা অনেক বেশি অসুস্থ জানিয়ে তাঁকে হাসপাতালে আসতে বলেন। ছেলে আসতে রাজি হলে তিনি মেয়ের বাবাকে বিষয়টি জানান।

এতে বাবা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না বলে জানান। কিন্তু মেয়ে খাদিজাও বিয়ের বিষয়ে অনড় সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। একপর্যায়ে তাঁদের বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ছেলেমেয়ে দুজনেই গার্মেন্টসকর্মী। 

বিয়েতে ছেলের পক্ষ থেকে ছেলের দুলাভাই আর খালা উপস্থিত হন। পরে হাসপাতালের সব ডাক্তার, নার্স ও স্টাফদের সহযোগিতায় সুন্দরভাবেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়।  

বিয়ের বিষয়টি নিশ্চিত করে মা হাসপাতালের রিসেপশনের দায়িত্বে থাকা মো. সোহাগ বলেন, 'গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁদের বিয়ে হয়েছে।' 

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮