হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রতারণা থেকে ফেরাতে না পেরে কবিরাজ বন্ধুকে খুন: পুলিশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আল আমিন শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। 

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম। 
 
হাফিজ মাস্টারের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবিরাজির মতো প্রতারণামূলক’ পেশা থেকে ফেরাতে না পারায় আল আমিন শেখকে গলা কেটে হত্যা করেন তিনি। ঝাড়-ফুঁকের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন সময় নিবৃত্ত করার চেষ্টা করলেও আল আমিন তাঁর কথা শোনেনি। তাই তাঁকে গলা কেটে হত্যা করেন।

গতকাল রোববার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। 

মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান ও কবিরাজ আল আমিন শেখ পূর্বপরিচিত। দুজনে একসঙ্গে জাহাজে কাজ করতেন। তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর ধরে আল আমিন কবিরাজি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আল আমিনের বাসায় বেড়াতে আসেন হাফিজ মাস্টার। এরপর তাঁরা এক কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর হলে পরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফতুল্লার পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করেন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট