হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লার বিসিকে পোশাক কারখানায় আগুন, আহত ৩০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে বিসিকের এক নম্বর গলিতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিসিকের এক নম্বর গলির ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের বেশির ভাগই আগুনের ধোঁয়ায় ও কারখানা থেকে বের হতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ইউনিটের চালক মাঝপথে স্ট্রোক করে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে শহরের চাষাঢ়ায় এক রিকশাচালক নিহত ও ৮ যাত্রী ও পথচারী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে দমকলকর্মী নিজেও মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় লাগা আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথে চালক অসুস্থ হয়ে যান। তাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮