নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর ওপর অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ ৪ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টায় সেতুটির পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মহসিন (৩৫), তাঁর মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেন (৩৫)।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে যাচ্ছিল। হঠাৎ করে কাঁচপুর সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের নিউরো সায়েন্স হাসপাতালে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।