হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ আহত ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আজ রোববার দিবাগত রাতে উপজেলার কাশিপুর হোসাইনিনগর আসলামের বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণে ওই ফ্ল্যাটের দরজা, জানালা ও দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। বিস্ফোরণের তোড়ে ফ্ল্যাটের দুজন বাসিন্দা পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে আগুনে পুড়ে গেছে ঘরের সব আসবাব। 

আহতরা হলেন হোসাইনিনগর এলাকার হোসিয়ারি কারখানা মালিক সবুজ খন্দকার (২৫), রানা মিয়া (৩০), বীথি আক্তার (১৮), তাঁর শিশুসন্তান রুবেল, আবুল কালাম (৬০) ও জাকির হোসেন। 

এঁদের মধ্যে জাকির ও আবুল কালামকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও বাকিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় মুদিদোকানি নজরুল আজকের পত্রিকা বলেন, ‘রাতে পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায়। আমরা তাকিয়ে দেখি পাঁচতলার দেয়াল খসে পড়েছে। ভেতরে আগুন জ্বলছে। দৌড়ে ভেতর থেকে দগ্ধ ও আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। পরে আগুনে পোড়া চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’ 

ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন আজকের পত্রিকা বলেন, ‘বিস্ফোরণে দগ্ধ ও আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আর দুজনকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। তারা সেখানেই চিকিৎসাধীন।’ 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ আজকের পত্রিকা বলেন, ‘বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত করে এই বিষয়টি বলা যাবে।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম আজকের পত্রিকা জানান, ‘দগ্ধদের মধ্যে সবুজের শরীরের ৫৫ শতাংশ, বীথি আক্তারের ৩৫ শতাংশ, রানার ১২ শতাংশ ও রুবেলের দগ্ধসহ অন্যান্য ইনজুরি রয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮