হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শিক্ষকের অপমানে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধান শিক্ষকের মারধর ও অপমানে হানিফ নামের এক নবম শ্রেণির ছাত্র আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিক্ষক আবুল কালাম আজাদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেয়েদের সঙ্গে কথা বলায় হানিফকে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে মারধর করা হয়। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে হানিফ।

এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের ত্রিশকানীয়া এলাকায় বিক্ষোভ করে ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। আবু হানিফ একই স্কুলের ছাত্র ছিলেন।

বিক্ষোভে নিহতের সহপাঠীরা জানায়, হানিফকে গত রোববার (২০ নভেম্বর) বিদ্যালয়ে এক ছাত্রীর সঙ্গে কথা বলার অপরাধে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ডেকে নিয়ে যান। পরে তাকে শিক্ষক ও সহপাঠীদের সামনে লাঠি দিয়ে মারধর ও অপমান করে। একপর্যায়ে তাকে স্কুল আসতেও নিষেধ করেন প্রধান শিক্ষক। অপমানে বাড়ি ফিরে হানিফ কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে টানা তিন দিন থেকে ক্লাস বর্জন করে আসছে শিক্ষার্থীরা। আজ বুধবার এই ঘটনার বিচার চেয়ে অবরোধ করে তারা।

হানিফের বাবা আজহারুল ইসলাম বলেন, ‘হানিফকে আত্মহত্যার জন্য প্রধান শিক্ষক আজাদই দায়ী। তার কারণেই এমন ঘটনা ঘটিয়েছে হানিফ।’

এদিকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ বলেন, ‘এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ওই শিক্ষক দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮