নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এস এম ট্রেডার্স নামের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন কারখানাটিতে আগুন লাগে।
রাত পৌনে ৮টার দিকে শহরের মণ্ডলপাড়া ও ফতুল্লার হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
কারখানার শ্রমিকেরা জানায়, সন্ধ্যায় হঠাৎ সুতার স্তূপে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। আগুন দেখে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন তারা এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই টিনশেড দেওয়া কারখানাটির পুরো অংশেই আগুন ছড়িয়ে পড়ে।
সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন, ধারণা করা হচ্ছে স্পার্ক বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।