হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভারতে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে ভারতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাই ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত যুবকের নাম নাঈমুর রহমান প্রান্ত (২৪)। তিনি ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে। প্রান্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। 

অন্যদিকে আহত ব্যক্তিরা হচ্ছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫) ও ফতুল্লা থানা গেট এলাকার মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব (২৬) ও তাঁর ছোট ভাই আলী আরমান আদিব (২২)। 

নাঈমুর রহমান প্রান্তর চাচা আক্তার হোসেন বলেন, ‘আমার ভাতিজা বন্ধুদের সঙ্গে গত রোববার সকালে ভারতের বোম্বে যায়। সেখান থেকে পর্যটন নগরী গোয়াতে যায় তারা। সোমবার রাতে গোয়া থেকে ফেরার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় প্রান্ত মারা যায়। আজ মঙ্গলবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন ফোন দিয়ে আমাকে এই খবর দেন।’ 

আক্তার হোসেন আরও বলেন, ‘প্রান্তর সঙ্গে রাত আড়াইটার দিকে সর্বশেষ ফোনে কথা হয়েছিল পরিবারের। প্রান্ত নিজেই গাড়ি চালাচ্ছিল বলে শুনেছি। রাত সাড়ে তিনটার দিকে তারা দুর্ঘটনার শিকার হয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে আহত সোয়াদ মোবাইল ফোনে তার পরিবারকে দুর্ঘটনার সংবাদ জানায়।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮