হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সড়ক পার হতে গিয়ে বাসচাপায় বাবা-ছেলে নিহত, মা আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় একই পরিবারের বাবা-ছেলে নিহত ও মা আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রামের সুরেষ ডাকুয়া (৩৫) ও তাঁর ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন রোকেশের মা নিপু রায় (৩০)। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক নওফেল। 

দুর্ঘটনার বর্ণনা দিয়ে আহত নিপু রায় বলেন, ‘গত শনিবার ঝালকাঠি থেকে স্বামী-সন্তান নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পুজো দিতে আসি। সেখান থেকে আজকে সকালে ঝালকাঠিতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।’ 

নিপু রায় আরও বলেন, ‘কেওঢালা বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের সময় আমার স্বামী ও ছেলে একসঙ্গে হাত ধরে পার হচ্ছিল। আমি ব্যাগ নিয়ে পেছনে হাঁটছিলাম। এ সময় একটি দ্রুতগামী বাস আমাদের চাপা দিয়ে পালিয়ে যায়।’ 

আহতদের হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্য মনির হোসেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায়। আমরা গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তাররা সুরেষকে মৃত ঘোষণা করেন।’ 

উপপরিদর্শক নওফেল বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক দ্রুত পালিয়ে যান। গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুর লাশ ঘটনাস্থল থেকে হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮