হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ট্রাকচাপায় পৌর কর্মচারী নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার পৌর এলাকার মদনপুর-নরসিংদী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। 

নিহত ফারুক হোসেন উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে এবং আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে ফারুক বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নরসিংদীগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে একটি গাছের সঙ্গে চাপা দেয়। গাড়ি ও গাছের মাঝখানে পড়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাড়ি সরিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরেই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আগুন ধরিয়ে দেওয়া হয় ওই ট্রাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়া গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে ৷ গাড়ির চালক পলাতক রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮