হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিজয় সমাবেশে আইভীর উপস্থিতি প্রমাণ করে ইসি নখদন্তহীন: তৈমুর

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আজকের সমাবেশে আইভীর (নৌকার প্রার্থী) উপস্থিতি প্রমাণ করে ইসি নখদন্তহীন। ইসি শুধু সরকার দলের বাইরের প্রার্থীদের ওপর ক্ষমতা দেখাতে পারে। আমরা বারবার বলেছি, ফোনেও জানিয়েছি বিষয়টি। লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে। দেখা যাক ইসি কি পদক্ষেপ নেয়।’ 

আজ শুক্রবার শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তৈমুর বলেন, ‘আমি ইসির কথা মেনে চলেছি। আচরণবিধির কারণে নারায়ণগঞ্জের ইতিহাসে বৃহৎ বিজয় র‍্যালিতে অংশ নেয়নি। অথচ সরকারি দলের প্রার্থী আজ বিজয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। সেখানে সংসদ সদস্যসহ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারার মত একাধিক নেতা এসেছেন। আজই প্রমাণ হয়ে যাবে ইসি নির্বাচনকে কোনদিকে নিতে চাচ্ছেন।’

তৈমুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমি একা নামিনি, নারায়ণগঞ্জবাসী আমার সঙ্গে আছে। এবার গণপ্রতিরোধ গড়ে তুলবে জনগণ। সাবধান হয়ে যান, নির্বাচনের দায়িত্ব কিন্তু ঈমানী দায়িত্ব। যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে ইহকাল পরকাল দুই জায়গায় হিসাব দিতে হবে।’ 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সৌরভ প্রমুখ।

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮