হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

 ১০ মাসে ৭৯ ধর্ষণ নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে দাবি করেছে নারায়ণগঞ্জ মহিলা পরিষদ। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৯টি। দেশের ১৩টি শীর্ষ দৈনিক পত্রিকার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছেন তারা। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় জেলা মহিলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নেতারা। নারী নির্যাতন বন্ধ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বার্ষিক প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরেন তারা। 

প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৭৯ জন। এদের মধ্যে নারী, নারী শ্রমিক ও শিশুরাও রয়েছেন। এ ছাড়া গণধর্ষণের শিকার ১২, ধর্ষণের পর হত্যা ১১, হত্যা ১৩, শিশু হত্যা ৫, উত্ত্যক্তকরণ ৩৬, যৌতুকের জন্য হত্যা ৯, অপহরণ ৫, শারীরিক ও মানসিক নির্যাতন ৮৭, বাল্যবিবাহ ১০, আত্মহত্যা ১৭, শিশু বলাৎকার ৬ এবং সাইবার ক্রাইমের শিকার ১৭ জন। তবে এই সংখ্যা কম-বেশিও হতে পারে। 

নেতারা বলেন, নারী ও শিশু নির্যাতন অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নারী নির্যাতন প্রতিরোধের জন্য নারীর প্রতি সহিংসতামুক্ত সংস্কৃতি চর্চা করতে হবে। মানবাধিকার সম্পর্কে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। নারীর জন্য ক্ষতিকর প্রথা বন্ধ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও বিচারিক কার্যক্রমের সঙ্গে যুক্ত সকলকে নারীবান্ধব ও জেন্ডার সংবেদনশীল করে তুলতে হবে। 

তাঁরা আরও বলেন, ধর্ষণের ঘটনার বিচার সংক্রান্ত আইনের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এ ছাড়া অপরাধীকে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশে নামে নারীর প্রতি নেতিবাচক প্রচার দমন করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লক্ষী চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, কেন্দ্রীয় সহসভাপতি ও জেলার সাবেক সভাপতি আঞ্জুমান আরা আকসির, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, জেলার সহসভাপতি রীনা আহমেদ, সহসাধারণ সম্পাদক রহিমা খাতুন, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সুমী সরকার প্রমুখ। 

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫