হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দুষ্ট বিচারক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা: প্রধান বিচারপতি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশে ২০ থেকে ২৫ বছর আগে যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতো, এখন তা অনেকটাই কমে এসেছে। এটার কারণ হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টা। ধীরে ধীরে দেশে সন্ত্রাসী কার্যকলাপ আরও কমে আসবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে।’

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আদালত বয়কট করার মতো সিদ্ধান্তে যাবেন না। এর কারণে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জুডিশিয়ারিকে সহযোগিতা করবেন। অভিযোগ থাকলে আমাদের বলবেন। দুষ্ট বিচারক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক।’

তিনি আরও বলেন, ‘এখনো আশির দশকের অনেক মামলা নিয়ে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে পারাটাই সাফল্য। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে অনেক কষ্ট হয়। যারা আদালতে ঘুরে বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করা সরকারের পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি।’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি