হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নৌকার ক্যাম্প কারা পোড়াল, প্রশাসনকে খতিয়ে দেখতে বললেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ক্যাম্প পোড়ানোর কালচার খুবই বাজে বিষয়। তাও আবার নৌকার ক্যাম্প। জননেত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করেছে, তাঁর থেকে নারায়ণগঞ্জ আলাদা নয়। গাজী ভাইও অনেক উন্নয়নকাজ করেছেন। যারা এভাবে মানুষের কল্যাণে কাজ করছে, সেখানে নৌকার ক্যাম্প পোড়ানোর মতো দুঃসাহস কার হলো সেটা প্রশাসনের খতিয়ে দেখা দরকার।’ 

আজ শনিবার সন্ধ্যায় রূপসী এলাকায় গোলাম দস্তগীর গাজীর বাসভবনে রূপগঞ্জে নৌকার ক্যাম্প পোড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘এখানে কারা পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে? শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সহিংসতা পরিহার করে জনগণ যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে। আমি নৌকার কর্মী হিসেবে অনুরোধ করব প্রশাসনকে যে, কে বা কারা এই কাজটি করল তা দেখার জন্য।’ 

প্রচার প্রচারণার জন্য আসেননি জানিয়ে মেয়র বলেন, ‘আমি কোনো প্রচারণাতে আসি নাই। আমি গাজী ভাইয়ের স্ত্রী হাসিনা গাজী অসুস্থ সে জন্যেই তাঁকে দেখতে এসেছি। তা ছাড়া আমি পূর্বাচলে এসেছিলাম গাছ নেওয়ার জন্য। ফেরার পথে ভাবলাম দেখা করে যাই। সংগত কারণেই আমি নির্বাচনে ভোট চাইতে নামতে পারছি না। কিন্তু আমি তো আমার ভাইয়ের বাড়িতে আসতেই পারি। এ জন্যই আসা।’ 
 
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০