হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মুরাদনগরের ঘটনা গোটা দেশের প্রতিচ্ছবি: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ধর্ষণ ও মবের প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘মুরাদনগরের ঘটনা আজ গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সরকার দেশের মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে। প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।’

রফিউর রাব্বি বলেন, দেশে নারী নির্যাতনের যত ঘটনা ঘটে, থানায় মামলা হয় তার ১০-১২ শতাংশ। আবার যেসব মামলা হয়, তাতে ৪-৫ শতাংশের শাস্তি হয়, বাকিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। এ ক্ষেত্রে জেলার থানাগুলো যথাযথ ভূমিকা পালন করছে না।

সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ঘটনায় ধর্ষক ও ভিডিও ধারণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সকল মতের, সকল পথের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্মীয়, জাতিগত, লৈঙ্গিক—সব বৈষম্যের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখবে সরকার, এটাই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল দাস, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার