হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় উৎসব নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগকারীরা হরতাল সমর্থক বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাসের তিনটি সিট। পুরো বাস পুড়ে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে পুলিশ। 

আজ রোববার বেলা পৌনে ১১টায় শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এই অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ভাষ্য, অগ্নিসংযোগকারীরা হরতাল সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল রাস্তা অবরোধ এবং উৎসব বাসটিতে ভাঙচুর করে। একপর্যায়ে বাসের ভেতরে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া বের হতে থাকে বাসের ভেতর থেকে। খবর পেয়ে দ্রুত চাষাঢ়া থেকে ছুটে আসে পুলিশ। নিভিয়ে ফেলে বাসের আগুন। ততক্ষণে তিনটি সিট পুড়ে যায়। পুলিশের আসতে দেখে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। 

এই অগ্নিকাণ্ডের বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বাসে অগ্নিসংযোগ ও নাশকতা করার সময় আমরা হরতাল সমর্থকদের ধাওয়া দেই। আমাদের দেখেই তাঁরা পালিয়ে যায়। বাসে আগুন দিলেও দ্রুত তা নিভিয়ে ফেলা হয়েছে।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮