হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অভিযানের খবরে রোগী রেখে তালা দিয়ে পালালেন ‘ডাক্তার’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অননুমোদিত হাসপাতাল বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা জেনারেল হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের কথা শুনে রোগীকে কক্ষে রেখে পালিয়ে যান এক ‘ডাক্তার’। পরে স্বাস্থ্য কর্মকর্তারা রোগীকে উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।    

জানা গেছে, রোববার সকালে সারা দেশের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে অভিযান চালানো হয়। এ সময় নিবন্ধন না থাকায় উপজেলার পদ্মা জেনারেল হাসপাতালে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর। খবর পেয়ে অপারেশন শেষে রোগীকে কক্ষে রেখে তালা লাগিয়ে পালিয়ে গেছেন এক ডাক্তার। পরে অধিদপ্তরের কর্মকর্তারা রোগীকে উদ্ধার করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে পাঠিয়েছেন। 

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির। তিনি জানান, হাসপাতালে সব রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ। সারা দেশের ন্যায় রোববার রাজধানীতেও শুরু হয়েছে এই অভিযান। তবে বৈধ কিংবা অবৈধ প্রতিষ্ঠানের কোনো তালিকা নেই অভিযান চালানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে। ফলে ঢাকার বাইরে অনেকটা জোরেশোরে এই অভিযান চললেও রাজধানীতে অনেকটা অগোছালো। 

আজ রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি মিলে মোট তিনটি টিম অভিযানে নামে। এ সময় যাত্রাবাড়ী, শনির আখড়া, ধোলাইপাড়ে মোট ৪টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও টেস্টের কিট ব্যবহার করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী ছাড়া প্রথম দুই দিন কেবল ঢাকার বাইরে চলছিল অভিযান। আজ শেষ দিনে রাজধানীতেও চলছে। তবে ঢাকার বাইরে সিভিল সার্জন কার্যালয়ের কাছে জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা থাকলেও নেই রাজধানীতে। গতকাল শনিবার পর্যন্ত সারা দেশে দুই শতাধিক অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে অর্ধশতাধিককে।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল