হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রিবর গ্রামে আজ শনিবার একই পরিবারের চারজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের রিবর গ্রামের মনোয়ার হোসেন মিন্টুর পরিবারের সঙ্গে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনাইকান্দি গ্রামের বাসিন্দা তার আপন ভাই আলম মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শনিবার বারদীর রিবর গ্রামে লোকজন নিয়ে এসে জমি নিয়ে আলম মিয়ার সঙ্গে মনোয়ার হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জেরে আলম মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় আহত হন মনোয়ার হোসেন, তাঁর স্ত্রী ময়না বেগম এবং তাঁদের দুই প্রতিবন্ধী ছেলে হাসান সরকার ও হোসেন সরকার। পরে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত মনোয়ার হোসেন মিন্টু বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আহত মনোয়ার হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে আমার ভাই আলম মিয়া ও তার লোকজন হামলা চালিয়েছে।’ 

আলম মিয়া বলেন, ‘আমরা জমির বণ্টনের বিষয়ে জানতে চাইলে তারাই প্রথমে আমাদের ওপর চড়াও হয়।’ 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল