হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পোশাক কারখানার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইনস সংলগ্ন একটি পোশাক কারখানা থেকে শয়ন চন্দ্র মণ্ডল (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বেস্ট অ্যাপারেলস কারখানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শয়ন নারায়ণগঞ্জ জেলা শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি লাশটি বেশ কয়েক দিন আগের। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পরিদর্শক মহসিন আরও বলেন, ‘লাশটির চারপাশে মাদকের নানান সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মাদক সেবনকারীরা এখানে এসে আড্ডা দিতেন। লাশ বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড বা মাদকের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।’

এ বিষয়ে জানতে বেস্ট অ্যাপারেলস কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।

কারখানার কয়েকজন কর্মী বলেন, ‘কারখানার পেছনে জঙ্গল থেকে দুর্গন্ধ আসতে থাকে। সাধারণত ওই স্থানে কেউ যেত না। পরে প্রহরীরা সেখানে গিয়ে অজ্ঞাত লাশ দেখতে পান।’

নিহতের বাবা জতীন্দ্র মণ্ডল বলেন, ‘শয়নের স্ত্রী ও সন্তান আছে। কিন্তু নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময়েই অশান্তি তৈরি করত। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করত।’

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮