হোম > সারা দেশ > ঢাকা

মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে শাহবাগ অবরোধ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান

আজকের পত্রিকা ডেস্ক­

মন্ত্রণালয় অভিমুখে অবরোধকারীদের মিছিল। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। এর আগে, নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টাকা দিয়েও আমরা মালয়েশিয়ায় যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, সরকার যেন আমাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠায়। এ জন্য যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা ততক্ষণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’

যশোর থেকে আসা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়ায় যেতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, ‘দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। এ জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা