নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, কারখানাটি একটি ৫ তলা ভবনে অবস্থিত। সেখানে হঠাৎ করে সন্ধ্যার আগ মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কেউ কারখানা থেকে বের হতে পারেননি। ফলে দুই শতাধিক শ্রমিক কারখানার ছাদে আটকা পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।