হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

­­­নওগাঁ প্রতিনিধি

ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন।

হলুদ নিয়ে হাটে যাচ্ছিলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫ কৃষক, ট্রাকচাপায় ঝরল প্রাণ

নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংকে অজ্ঞাতনামা নারীর মরদেহ

স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করায় প্রতিবন্ধী যুবককে মারধর

নওগাঁ: ছয় আসনের তিনটিতেই বিএনপির কাঁটা স্বতন্ত্ররা

পোরশা সরকারি কলেজ: একসঙ্গে দুই পদে ৩ শিক্ষক

ধামইরহাটে ট্রাকচাপায় প্রতিবন্ধী নারী নিহত

বদলগাছী সমাজসেবা অফিস: গরিবের চিকিৎসার টাকা লোপাট

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামায়াতের চোখ ফোটাল বিএনপি, তারাই আবার ভয় দেখায়: সামসুজ্জোহা

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ যুবক আটক