হোম > সারা দেশ > জামালপুর

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হলেন বিএনপি নেতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ ইসলামপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তাঁর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসেন রেজা বাবু। বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’

হোসেন রেজা বাবু আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই জেলা বিএনপি অনুমোদিত কমিটির ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ১৯ জন সহসভাপতির মধ্যে ৫ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। বিএনপি থেকে পদত্যাগ না করায় এখনো তিনি ওই পদেই আসীন। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার