হোম > সারা দেশ > জামালপুর

শপথের আগেই সড়কে প্রাণ গেল ইউপি সদস্যের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শপথ গ্রহণের আগেই সড়কে প্রাণ হারালেন নবনির্বাচিত ইউপি সদস্য আমজাদ হোসেন (৫৩)। আজ শনিবার সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় জামালপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আমজাদ হোসেন উপজেলার মাহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে শনিবার সকালে ইউপি সদস্য আমজাদ হোসেন মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে জামালপুর-ঢাকা মহা সড়কের দিগপাইত এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল বলেন, গত ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে আমজাদ হোসেন তাঁর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হন। গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার নাম গেজেটভুক্ত করে। সড়ক দুর্ঘটনায় শপথের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান হাবিব বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন